লন্ডনে বন্যায় বহু এলাকা প্লাবিত, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্যে ভারি বৃষ্টি ও ব্যাপক বজ্রপাতের পর রাজধানী লন্ডনে বহু এলাকার ঘরবাড়ি, রাস্তা ও রেল স্টেশন পানিতে তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে ভারি বৃষ্টি ও ব্যাপক বজ্রপাতের পর রাজধানী লন্ডনে বহু এলাকার ঘরবাড়ি, রাস্তা ও রেল স্টেশন পানিতে তলিয়ে গেছে। স্থানীয় সময় রোববার বিকেলের এ ঘটনায় শহরটিতে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়। খবর সিএনএনের। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্লাবনের কারণে সেন্ট্রাল লন্ডনকে ঘিরে থাকা প্রধান সড়কগুলোর অন্যতম নর্থ সার্কুলার রোডে যান চলাচলে ‘মারাত্মক ব্যাঘাত’ ঘটে।

লন্ডনের বেশ কয়েকটি ভূগর্ভস্থ রেল স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

রাস্তায় রাস্তায় যানবাহন আটকা পড়ে থাকে আর এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভ্রমণ না করতে লোকজনকে সতর্ক করেন নগরীর কর্মকর্তারা।

সিএনএনকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) মুখপাত্র বলেছেন, ‘এই ব্যাপক বন্যায় পুরো পরিবহণ নেটওয়ার্কজুড়ে সেবা বিঘ্নিত হয়েছে।’

টিএফএলের ওয়েবসাইট অনুযায়ী, টিউব নামে পরিচিত রেল নেটওয়ার্কের বহু স্টেশন বন্ধ রাখতে হয়েছে।

টিএফলের ওই মুখপাত্র বলেছেন, ‘অনেকগুলো বাসের রুট পরিবর্তন করতে হয়েছে, কিছু টিউব ও রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে ও কয়েকটি স্টেশন বন্ধ রাখা হয়েছে।’

বৃষ্টির কারণে লন্ডনের নিউহ্যাম বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও হুয়িপস ক্রস বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে। এই হাসপাতাল দুটির জরুরি বিভাগ পানিতে তলিয়ে যাওয়ায় জরুরি রোগীদের অন্য হাসপাতালে যাওয়ার অনুরোধ জানায় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, ওয়েস্টার পার্ক এলাকায় পানির মধ্যে গাড়ি আটকা পড়ে আছে আর উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে লোকজনকে সরিয়ে নিচ্ছেন। 

এক টুইটে লন্ডনের দমকল বাহিনী জানিয়েছে, লন্ডনের বিভিন্ন এলাকা থেকে বন্যা সংক্রান্ত ছয়শরও বেশি কল পেয়েছেন তারা। এসব কলে রাস্তা ও বাড়ি ডুবে যাওয়া, ছাদ ভেঙে পড়া ও পানিতে গাড়ি আটকে থাকার খবর জানিয়ে সাহায্য চাওয়া হয়।

শুক্রবার লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে রেকর্ড তাপমাত্রার পর রোববার এসব এলাকাগুলোতে বজ্রঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হয়।