লন্ডন ব্রিজে ‘সন্ত্রাসী হামলা’, ‘হামলাকারী’ নিহত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের লন্ডন ব্রিজে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে একদল লোক একজনকে মারার জন্য এলোপাথাড়ি কোপাতে থেকে। এ সময় পুলিশের গুলিতে এক সন্ধেহভাজন হামলাকারী নিহত হয়। খবর পেয়ে দেশটির পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে সেন্ট্রাল লন্ডনে একদল লোকের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং সেই ঘটনায় সন্ধেহভাজন একজনকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, লন্ডন ব্রিজে এলোপাথাড়ি কোপানোর ঘটনাকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে। ছুরিকাঘাতের এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, একদল লোক একজনকে কোপানোর পর পুলিশ সন্দেহভাজন একজনকে গুলি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এসময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন।
এজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি লন্ডন ব্রিজ থেকে একটু দূরে ছিলাম। কিন্তু আমি গুলির শব্দ শুনতে পাই।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবায় কর্মরত ব্যক্তিরা ত্বরিত পদক্ষেপ নেওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি।