‘লাভ জিহাদ’ আইনে ভারতে প্রথম যুবক গ্রেপ্তার
ভারতে পাস হওয়া নতুন ‘লাভ জিহাদ’ আইনে প্রথমবারের মতো এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে দেশটির উত্তর প্রদেশ পুলিশ। এক হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মুসলমানরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের বিয়ে করে ধর্মান্তরিত করছে বলে কট্টরপন্থি বিভিন্ন হিন্দু সংগঠন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে। বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত করার এ প্রক্রিয়াকে ‘লাভ জিহাদ’ বলে অ্যাখ্যা দিচ্ছে তারা।
তাদের চাপেই উত্তর প্রদেশে নতুন এ ধর্মান্তরবিরোধী আইন পাস করা হয়েছে। সমালোচকেরা এটিকে ‘ইসলামোফোবিক আইন’ নামে অভিহিত করেছেন।
চলতি বছরের নভেম্বরে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তর প্রদেশে ‘জোরপূর্বক’ অথবা ‘জালিয়াতিপূর্ণ’ ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন পাস হয়।
বুধবার টুইটারে উত্তর প্রদেশের বেরিলি জেলার পুলিশ নতুন আইনে এক মুসলিম যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। জামিন অযোগ্য এ আইনে দোষী সাব্যস্ত হলে ওই যুবকের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের আরো অন্তত চারটি রাজ্য এই আইন পাসের চেষ্টা চালাচ্ছে।