লাহোরের আকাশে রহস্যময় বৃত্ত নিয়ে চাঞ্চল্য (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

লাহোরের আকাশে এক রহস্যময় কালো বৃত্ত দেখা গেছে। পাকিস্তানের বিখ্যাত এই শহরের আকাশে সেই রহস্যময় ধোঁয়ার বৃত্ত ঘিরে শোরগোল চলছে ইন্টারনেটে।

এরইমধ্যে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আকাশে কী ওটা? এই প্রশ্নে নানা জনের নানা মত। তাদের দাবি, এটা ভিনগ্রহীদের মহাকাশযান থেকে নির্গত কোনো মহাজাগতিক ধোঁয়া!

কেউ বা বলেছেন, এটা আসলে এক দুনিয়া থেকে ভিন্ন দুনিয়ায় যাওয়ার প্রবেশপথ!  আরো নানা দাবি করেছেন নেটিজেনরা।

তর্ক-বিতর্কে সোস্যাল মিডিয়ার এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লাহোরের আকাশের ওই রহস্যময় কালো ধোঁয়ার রিং বা বৃত্ত। সোমবার ভিডিওটি টুইটারে পোস্ট হতেই শুরু হয় হইচই।

ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ার বৃত্তটি ধীরে ধীরে ভেসে চলেছে আকাশ দিয়ে। যা দেখে অবাক হয়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা। ভিডিওটির ভিউ এরইমধ্যে ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।

তবে নেটিজেনদের এসব কাল্পনিক দাবিকে ভিত্তিহীন বলছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। এক প্রতিবেদনে সান দাবি করেছে, ওই ধোঁয়ার পিছনে অন্য কারণ রয়েছে। আকাশে ওই রোমাঞ্চকর দৃশ্য তৈরি হওয়ার আসল কারণ শিল্পজাত কোনো ত্রুটি।