লিবিয়ায় ৫ শতাধিক বাংলাদেশি আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/26/libya-bd.jpg)
পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ। ভূমধ্যসাগরে ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গত শনিবার তাঁদের আটক করা হয়। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামানের বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রদূত ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘লিবিয়ার পুলিশ ৫০০ বাংলাদেশিকে আটক করার ব্যাপারে আমাদের জানিয়েছে। আমরা এখন পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।’ আটকের এ বিষয়টি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/04/26/libya-bd-inside.jpg)
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ২০১৬ সালের পর এখন পর্যন্ত উপকূল থেকে এক দিনে এতো সংখ্যক বাংলাদেশিকে আটক করার ঘটনা এটিই প্রথম। এর আগে ২০১৬ সালে ছয় শতাধিক অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে দালালদের নিয়ন্ত্রণে থাকা একটি বন্দিশালায় ২৬ জন অভিবাসনপ্রত্যাশীকে হত্যা করা হয়।