লিবিয়া উপকূলে ভেসে এলো ২২ অভিবাসীর লাশ

Looks like you've blocked notifications!
লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় আরো ২২ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় আরো ২২ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের ধারণা, ভূমধ্যসাগরে গত সপ্তাহে ইঞ্জিন বিস্ফোরণ হয়ে নৌকাডুবির শিকার হন তাঁরা, খবর আলজাজিরার।

এর আগে ওই ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। রোববার আরো ২২ অভিবাসী ও শরণার্থীর মরদেহ ভেসে আসে উপকূলে।

এদিন জেনেভায় আইওএমের মুখপাত্র সাফা সেহলি জানান, গত সপ্তাহের নৌকাডুবির ঘটনায় প্রাণহানি হয়ে থাকতে পারে তাঁদের। তিনি বলেন, ‘আজ ভেসে আসা মরদেহগুলোর সবাই পুরুষ। তাঁরা কোন দেশের নাগরিক, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

ওই নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৩৭ জনকে। উদ্ধারকৃতরা বেশির ভাগই সেনেগাল, মালি, চাদ ও ঘানার নাগরিক। স্থানীয় জেলেরা তাঁদের উদ্ধার করেন।

আইওএম জানায়, সর্বশেষ ঘটনাসহ চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪৯৭ জনের প্রাণহানি ঘটেছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মৃত্যুর শিকার হয়েছে অন্তত ২০ হাজার মানুষ।