লিবিয়া উপকূল থেকে ৩১৮ অবৈধ অভিবাসী উদ্ধার

Looks like you've blocked notifications!
লিবিয়ার উপকূল থেকে তিন শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার জানিয়েছে, গত সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে তিন শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।

জাতিসংঘ অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি এই সাত দিনে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বা সমুদ্র পথে অন্য কোনো দেশে যাওয়া ঠেকিয়ে দিয়ে তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হয়।’

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের এ পর্যন্ত মোট দুই হাজার ২৭৪ অবৈধ অভিবাসীকে সমুদ্র পথে যাত্রা থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩১৩ নারী ও ১৬০ শিশু রয়েছে।

অভিবাসন সংস্থা আরও জানায়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পথে ২০ অবৈধ অভিবাসী প্রাণ হারিয়েছে ও ৭০ জন নিখোঁজ রয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় অনিরাপত্তা ও বিশৃঙ্খলার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে অধিকাংশ ক্ষেত্রে লিবিয়কে বেছে নিতে দেখা যায়।