লেবার পার্টির ক্ষয়ের মুখে হ্যাটট্রিক জয় বাংলাদেশি বংশোদ্ভূত রূপার
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রূপা হক। লেবার পার্টির ক্ষয়ের মুখে নিজের আসন ধরে রাখতে সক্ষম হলেন রূপা। তবে গতবারের চেয়ে এবার কিছু ভোট কম পেয়েছেন।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রূপা হকের মতো লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরো তিন কন্যা—টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও আফসানা বেগম। আফসানা এবার নতুন, বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসনে আফসানার নাম সম্ভাবনাময় প্রার্থীর তালিকায় রয়েছে। এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১০ প্রার্থী নির্বাচন করলেও আলোচনায় এই চার তরুণীই। চারজনই বামধারার রাজনৈতিক দল লেবারের প্রার্থী।
এর আগে ২০১৭ সালের নির্বাচনে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন লেবার নেতা রূপা হক। এবার ৫১.৩ শতাংশ, অর্থাৎ ২৮ হাজার ১৩২ ভোট পেয়ে আসনটি লেবারদের উপহার দিয়েছেন তিনি। কনজারভেটিভ পার্টির জুলিয়ান গ্যালান্ট ১৪ হাজার ৮৩২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে ব্রেক্সিট পার্টির সামির আলসুদানি ৬৬৪ ভোট পেয়েছেন।
২০১৫ সাল থেকেই লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনটি ধরে রেখেছেন রূপা।
রূপা রাজনীতিতে আসার আগে কিংস্টন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। লন্ডনের হ্যামারস্মিথে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারে জন্ম নিয়ে ইলিংয়ে বেড়ে ওঠেন রূপা হক।