লোডশেডিংয়ের প্রতিবাদে করাচিতে তুমুল বিক্ষোভ-সংঘর্ষ

Looks like you've blocked notifications!
পাকিস্তানের করাচিতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন লোকজন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী শহর করাচিতে লোডশেডিংয়ের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে। পাকিস্তানের জিও টিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

পাকিস্তানে বহু এলাকায় লোডশেডিং ব্যাপক আকার ধারণ করেছে। করাচির গদাপ টাউনে প্রতিদিন ১৮ ঘণ্টার বেশি লোডশেডিং হয়। শাহ ফয়সাল কলোনি, মালির, সুরজানি টাউন ও গুলিস্তান-ই-জওহরসহ কিছু এলাকায় দৈনিক ১৪ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।

করাচির মাউরিপুর এলাকায় গতকাল সোমবার রাতে শুরু হওয়া বিক্ষোভ আজ মঙ্গলবার সন্ধ্যার পর শেষ হয়। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে স্থানীয়রা ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে এই বিক্ষোভের সমাপ্তি ঘটে।

ডেপুটি কমিশনার আবদুল সাত্তার জানান, বিক্ষোভের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার মাউরিপুলের আইসিটি ব্রিজ থেকে লিয়ারি এক্সপ্রেসওয়ে পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে এক বয়োজ্যেষ্ঠ নারী নিহতের খবর ছড়িয়ে পড়লেও করাচির পুলিশ তা নাকচ করে দেয়।

সরকারি সূত্রের বরাতে জিও নিউজ জানায়, পাকিস্তানের দৈনিক বিদ্যুতের চাহিদা ২৮ হাজার মেগাওয়াট। অথচ উৎপাদন হয় সাড়ে ২২ হাজার মেগাওয়াট। এই সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের ঘাটতির কারণে দেশের বিভিন্ন জায়গায় প্রকট লোডশেডিং হয়।