লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গুলিবিদ্ধ ইমরানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর গাড়িবহরে গুলির ঘটনা ঘটে। এ সময় ইমরানের পায়ে গুলি লাগলে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনি এক বার্তায় বলেছেন, ‘আল্লাহ আরও একটা জীবন দিলেন। লড়াই চালিয়ে যাব।’ খবর টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরার।
লংমার্চে বন্দুকধারী ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু তার ডান পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। বর্তমানে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান খান।
হাসপাতাল থেকেই এক বিবৃতিতে ইমরান খান বলেন, ‘আল্লাহ আমাকে আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’
গত শুক্রবার থেকে পাকিস্তানজুড়ে লংমার্চ শুরু করেছেন ইমরান। বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের একটি সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন বেশ কয়েকজন পিটিআই নেতা।
ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো অজ্ঞাত এক বন্দুকধারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওতে তাঁকে হামলার দায় নিতে দেখা গেছে। এদিকে ইমরান খানকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ইবতিসাম নামে এক যুবক।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন, ইমরান খান আশঙ্কামুক্ত, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।