শরণার্থী ও পরিচ্ছন্নতাকর্মী থেকে ইব্রাহিম এখন নিউজিল্যান্ডের এমপি

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ডের সদ্য নির্বাচিত আইনপ্রণেতা ইব্রাহিম ওমর। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ ইরিত্রিয়ার একসময়ের শরণার্থী ইব্রাহিম ওমর নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ইব্রাহিম ২০০৩ সালে দেশ ছেড়ে সুদানের পার্শ্ববর্তী একটি শরণার্থী শিবিরে যান। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হন তিনি। পরে জাতিসংঘের প্রস্তাবে নিউজিল্যান্ড পাড়ি দেন।

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ নেন। সেখানে কর্মরত অবস্থায় পড়াশোনা করেন এবং রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

লেবার পার্টির হয়ে নির্বাচিত ইব্রাহিম ওমর প্রথম কোনো আফ্রিকান, যিনি নিউজিল্যান্ডের আইনপ্রণেতা হলেন। ৫০ বছরের ইতিহাসে এবার সবচেয়ে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের লেবার পার্টি। সেইসঙ্গে এককভাবে সরকার গঠনের মতো আসনও জিতেছে দলটি।