শরিয়া আইনে নয়, ভারত চলবে সংবিধান অনুযায়ী : যোগী আদিত্যনাথ

Looks like you've blocked notifications!
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, নতুন ভারত চলবে সংবিধান অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী নয়। তাঁর দাবি, ‘গাজওয়া-ই-হিন্দ’ (চূড়ান্তভাবে ভারত জয়ের) স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

উত্তর প্রদেশ রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনে সোমবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিজ রাজ্যের নির্বাচন এবং দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চলমান হিজাব বিতর্কের মধ্যেই যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন।

এএনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে আদিত্যনাথ বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি নতুন ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারত এটি। নতুন এই ভারতে সবার জন্য উন্নয়ন করা হবে এবং কারও তোষামোদের রাজনীতি করা হবে না।’

আদিত্যনাথ আরও বলেন, ‘নতুন এই ভারত সংবিধান অনুযায়ী চলবে, শরিয়া আইন অনুযায়ী নয়। আমি পরিষ্কার করে এটিও বলতে চাই, গাজওয়া-ই-হিন্দ (চূড়ান্তভাবে ভারত জয়ের) স্বপ্ন কিয়ামত পর্যন্ত সত্যি হবে না।’

যোগীর দাবি, তিন তালাক প্রথা তুলে দিয়ে নারীদের স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মেয়েদের সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা বলি, প্রশাসন সংবিধান মেনে চলবে, শরীয়ত আইন মেনে নয়।

পরে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এ বিষয়ে সিরিজ টুইট করেন উত্তর প্রদেশের এই মুখ্যমন্ত্রী। সোমবার সকালে পোস্ট করা এসব বার্তায় তিনি বলেন, ‘ যারা গাজওয়া-ই-হিন্দ-এর স্বপ্ন দেখেন, তালেবানি চিন্তাধারায় ব্যস্ত থাকেন, তাদের এটি বুঝতে হবে... ভারত সংবিধান অনুযায়ী চলবে, শরীয়ত অনুযায়ী নয়...!’