শান্তি আলোচনায় আফগান সরকারকে তালেবানের শর্ত

Looks like you've blocked notifications!
তালেবানের সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়েরখা। ছবি : সংগৃহীত

আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় শর্ত দিয়েছে তালেবান। তারা বলছে, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছে, তা বাস্তবায়ন করলেই সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে। কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় তালেবান নেতা খায়রুল্লাহ খায়েরখা গতকাল রোববার এ শর্ত দেন। সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খায়রুল্লাহ দোহায় বলেছেন, আমেরিকার সঙ্গে তালেবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনা এগিয়ে নিতে হবে।

খায়রুল্লাহ জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি তালেবানের এ শর্ত মেনে না নেয়, তাহলে আলোচনা করে কোনো লাভ হবে না।

গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তানে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখন পর্যন্ত দুপক্ষ কোনো রূপরেখা তৈরি করতে পারেনি।