শিশুদের শরীরে কোভিড টিকা প্রায় ৯১ শতাংশ কার্যকরী, দাবি ফাইজারের
পাঁচ থেকে ১১ বছরের শিশুর শরীরে কার্যকরী ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকা। উপসর্গযুক্ত সংক্রমণ রোধ করতে এই টিকার ডোজ প্রায় ৯১ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে ফাইজার-বায়োএনটেক। শুক্রবার গবেষণার বিস্তারিত তথ্য বিবৃতি হিসেবে প্রকাশ করেছে ফাইজার। এর আগে জানা গিয়েছিল—পাঁচ থেকে ১১ বছরের শিশুদে যুক্তরাষ্ট্র টিকাকরণ শুরু করতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নভেম্বরের শুরুতে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র, যাতে শিশুরা ক্রিসমাসের মধ্যে পুরোপুরি সুরক্ষিত হতে পারে। তবে, তার আগে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-এফডিএ’র সবুজ সংকেত দরকার।
ফাইজার শিশুদের ওপর টিকার গবেষণার তথ্য অনলাইনে প্রকাশ করেছে। গবেষণার তথ্যপ্রমাণ নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করতে পারেন এফডিএ’র বিশেষজ্ঞেরা। এর পর সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিকাকরণের বিষয়ে। বর্তমানে ১২ বছরের বেশি বয়সি কিশোরদের জন্য ফাইজারের টিকার অনুমোদন মিলেছে। অভিভাবকেরা অপেক্ষা করছেন যাতে তাঁদের সন্তানেরা করোনার ডেলটা ভ্যারিয়্যান্ট থেকে সুরক্ষিত থাকে টিকা নিয়ে। এরই মধ্যে ২৫ হাজার শিশুরোগ বিশেষজ্ঞ এবং প্রাথমিক চিকিৎসার বিশেষজ্ঞেরা শিশুদের টিকাকরণের আবেদন জানিয়ে গণস্বাক্ষর অভিযানে অংশ নিয়েছেন।
ফাইজারের গবেষণায় জানা গেছে দুই হাজার ২৬৮ শিশুর শরীরে তিন সপ্তাহের ব্যবধানে দুটি ডোজের পর কী প্রতিক্রিয়া হয়। গবেষকেরা দেখেছেন, ফাইজারের টিকার ক্ষেত্রে কার্যকারিতা ৯০ দশমিক ৭ শতাংশ। প্রাপ্তবয়স্কদের শরীরে সাধারণত ৩০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়ে থাকে। শিশুদের শরীরে ১০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে ডেলটা ভ্যারিয়্যান্টের দাপটে টিকা না নেওয়া শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে গিয়েছিল। সিডিসি জানিয়েছে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ডেলটার সংক্রমণ বৃদ্ধি পায়। সে সময় ১২ থেকে ১৮ বছর বয়সীদের হাসপাতালে ভর্তি হওয়া আটকাতে ফাইজারের টিকা ৯৩ শতাংশ কার্যকরী হয়।