শি জিনপিংকে কিয়েভে আমন্ত্রণ জেলেনস্কির
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কিয়েভে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার (২৯ মার্চ) এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে, বাখমুতের লড়াই আরও তীব্র হয়েছে। পূর্ব ইউক্রেনের বাখমুতে ইউক্রেনের সেনাদেরর সঙ্গে রাশিয়ার প্রাইভেট আর্মি ওয়্যাগনার গ্রুপের তীব্র লড়াই হয়।
বুধবার ওয়্যাগনার গ্রুপের প্রধান জানান, বাখমুতে তাদের বিপুল ক্ষতি হয়েছে। প্রচুর সেনার মৃত্যু হয়েছে। কিন্তু শেষপর্যন্ত তারা বাখমুতের অধিকাংশ এলাকা দখলে নিতে পেরেছেন।
রয়টার্সের দাবি, একটি অডিওবার্তায় এসব কথা বলেন ওয়্যাগনার আর্মির প্রধান।
ওয়াশিংটনের সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানায়, বাখমুত এখন রাশিয়ার হাতে। গত সাত দিনে একটু একটু করে রাশিয়া এই কৌশলগত এলাকাটি দখলে নিয়েছে।
অন্যদিকে, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন। কিয়েভে গিয়ে যুদ্ধ পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখতে এ আমন্ত্রণ জানানো হয়।
গত কয়েক মাসে চীনের সঙ্গে রাশিয়ার সখ্যতা বেড়েছে। রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে চীন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি বৈঠকও করেছেন। এই পরিস্থিতিতে জেলেনস্কির এ ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ।
জেলেনস্কির বক্তব্য, পুতিন শিয়ের কাছে যতটা সাহায্য চেয়েছিলেন, চীন তা দেয়নি। ফলে এমন হতেই পারে, শি কিয়েভের পরিস্থিতি দেখে ইউক্রেনকে সমর্থন করবে।
সম্প্রতি শি মস্কোয় গিয়েছিলেন। সেখানে রাশিয়ার প্রশাসন তাকে যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেছে।
এদিকে জার্মানি ঘোষণা করেছে, আগামী ৯ বছরে সব মিলিয়ে ১২ বিলিয়ন ইউরো খরচ করা হবে ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য। ধীরে ধীরে এই অর্থ ব্যয় করা হবে। জার্মানির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে এনিয়ে বৈঠক করেছে। তারপরেই বাজেট কমিটিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ বিলিয়ন ইউরোর নতুন সামরিক অস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে। বাকি চার বিলিয়ন ইউরো খরচ করা হবে পুরোনো অস্ত্র বদলের জন্য।