শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পতাকা চুরি করে বিছানার চাদর, গ্রেপ্তার ১
শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের প্রাসাদ থেকে সরকারি পতাকা চুরি করে বিছানার চাদর বানানোর অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেশটির ট্রেড ইউনিয়ন নেতা। খবর এএফপির।
পুলিশ শনিবার বলেছে, গোটাবায়া রাজাপাকসের প্রাসাদ থেকে দুটি সরকারি পতাকা নিয়ে সেগুলোকে বিছানার চাদর হিসেবে ব্যবহার করার দায়ে শ্রীলঙ্কার একজন ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়।
এক কর্মকর্তা জানান, ‘আমরা তাঁকে তাঁর ছেলের তোলা ছবি এবং পোস্ট করা ভিডিওগুলো থেকে শনাক্ত করেছি। অধিকতর তদন্তের জন্য লোকটিকে দুই সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে।’
দ্বীপ রাষ্ট্রের অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ কয়েক হাজার মানুষ চলতি মাসের শুরুতে রাজাপাকসের বাসভবন এবং অফিসে হামলা চালিয়ে নেতাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং পরে পদত্যাগ করতে বাধ্য করে।