শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান সাজিথ প্রেমাদাসা

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। এ বিষয়ে তাঁর দল ও সহযোগী রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সি সাজিথ এমন তথ্য জানিয়েছেন।

আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার কথা ছিল গোটাবায়া রাজাপাকসের। তবে, গতকাল রাতে দেশ ছেড়ে পালিয়েছেন গোটাবায়া। তিয়াত্তর বছর বয়সি এ নেতা স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান বলে জানতে পেরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর মধ্য দিয়ে কয়েক দশক ধরে শ্রীলঙ্কার ক্ষমতায় থাকা রাজাপাকসে পরিবারের পতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, দেশটির স্পিকার জানিয়েছেন, আইনপ্রণেতারা আগামী ২০ ‍জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

সাজিথ প্রেমাদাসা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রণসিংহে প্রেমাদাসার ছেলে। কলম্বোর সংসদ সদস্য সাজিথ জানিয়েছেন, প্রেসিডেন্ট পদ খালি হলে তিনি নিজের মনোনয়নপত্র জমা দিতে চান। এ বিষয়ে তাঁর দল সামাগি জন বালাওয়েগায়া (এসজিবি) ও সহযোগী দলগুলো সম্মত হয়েছে।

বর্তমানে রিজার্ভ সংকটে ভুগছে শ্রীলঙ্কা। রিজার্ভ সংকটের কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে সংগ্রাম করতে হচ্ছে দেশটির সরকারকে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় জনরোষের মুখে বাসভবন ছাড়তে হয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে।