শ্রীলঙ্কায় অটো ডিজেলের দাম কমল
শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ব জ্বালানি সরবরাহ কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) অটো ডিজেলের দাম ১০ শ্রীলঙ্কান রুপি কমিয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। শ্রীলঙ্কার সংবাদপোর্টাল আদা দেরানা এ তথ্য জানায়।
আজ থেকে অটো ডিজেল সামান্য ১০ রুপি কমে প্রতি লিটার ৪৩০ করে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সব জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে সিপিসি।
বর্তমানে শ্রীলঙ্কায় প্রতি লিটার সুপার ডিজেল ৫১০ রুপি, পেট্রোল অকটেন ৪৫০ থেকে ৫৪০ রুপিতে এবং কেরোসিন ৮৭ রুপিতে বিক্রি হচ্ছে।
আজ সোমবার থেকে শ্রীলঙ্কাজুড়ে কিউআর কোড পদ্ধতি অনুসরণ করে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। যানবাহন মালিকদের তাদের গাড়ির নম্বর দিয়ে কিউআর কোড পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি যাতে কেউ না নিতে পারে এজন্য জ্বালানি মন্ত্রণালয় কিউআর কোড পদ্ধতি চালু করেছে।