সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা আর নেই

Looks like you've blocked notifications!
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান (৭৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

ইউএইর প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দেশটিতে ৪০ দিনের জন্য জাতীয় শোক ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে।

এ ছাড়া প্রেসিডেন্টের মৃত্যুর শোকে সংযুক্ত আরব আমিরাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় তিন দিনের জন্য বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। এই তিন দিন দেশটির মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শেখ খলিফা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে আবু ধাবি সরকারের ক্ষমতায় আরোহণ করে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন।

শেখ খলিফার সৎভাই আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন।