সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, ইউক্রেন-রাশিয়ার অবস্থান কত?
টানা পঞ্চম বারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে নাম উঠেছে ফিনল্যান্ডের। ২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের দশম সংস্করণে ফিনল্যান্ডকে সুখীতম দেশ হিসেবে বেছে নেওয়া হয়। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে নাম উঠেছে আফগানিস্তানের।
দুর্নীতির মাপকাঠি, উদারপন্থি অবস্থান, জীবনযাত্রা বেছে নেওয়ার স্বাধীনতা, স্বাস্থ্যগত ও সামাজিক অবস্থান এবং মাথাপিছু আয়সহ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে এ সুখী দেশের তালিকা করা হয়।
এ তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। আর, অসুখী দেশের তালিকায় আফগানিস্তানের ঠিক পেছনে রয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা ও বতসোয়ানার নাম।
এদিকে, তালিকায় বাংলাদেশের অবস্থায় ৯৪ নম্বরে। প্রতিবেশী দেশ নেপাল ৮৪, পাকিস্তান ১২১, মিয়ানমার ১২৬, শ্রীলঙ্কা ১২৭ ও ভারত রয়েছে ১৩৬ নম্বর অবস্থানে।
সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র সুখী দেশের তালিকায় ১৬ নম্বরে রয়েছে। এরপরেই ১৭ নম্বরে রয়েছে যুক্তরাজ্য। তালিকায় ইসরায়েল ৯, কানাডা ১৫, ফ্রান্স ২০, সংযুক্ত আরব আমিরাত ২৪, সৌদি আরব ২৫, ইতালি ৩১ ও চীন ৭২ নম্বরে রয়েছে।
বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। সুখী দেশের তালিকায় তাদের অবস্থান কত, এ নিয়ে তাই আগ্রহের শেষ নেই। তবে বলে রাখা ভালো—ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগেই করা হয় এ সুখী দেশের তালিকা। এ তালিকায় রাশিয়ার অবস্থান ৮০ নম্বরে। অন্যদিকে, ইউক্রেনের অবস্থান ৯৮ নম্বরে।
অর্থনৈতিক মন্দার মুখে থাকা লেবানন ১৪৬টি দেশের সূচকে শেষ থেকে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের ঠিক নিচে রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান এর মধ্যে সূচকের একেবারে নিচে ছিল। গত আগস্টে তালিবান পুনরায় ক্ষমতায় যাওয়ার পর থেকে দেশটিতে মানবিক সংকট আরও গুরুতর হয়েছে।