সব নথিপত্র পুড়িয়ে আলবেনিয়া ছাড়লেন ইরানি কূটনীতিকরা
সাইবার হামলার অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল আলবেনিয়া। গতকাল বুধবার এই ঘোষণা দেওয়ার পর ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয় দেশটি।
আলবেনিয়ার আল্টিমেটাম মেনে আজ বৃহস্পতিবার ভোরে আলবেনিয়া ছেড়েছেন ইরানের কূটনীতিকরা। তবে এর আগেই সব নথিপত্র পুড়িয়ে ফেলেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে সাইবার হামলার অভিযোগ এনে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আলবেনিয়া। এরপর কূটনীতিকরা বৃহস্পতিবার ভোরে দূতাবাসের সব নথিপত্র পুড়িয়ে ফেলেন।
সংবাদমাধ্যম বলছে, সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় পূর্ব ইউরোপের বলকান রাষ্ট্র আলবেনিয়া। বুধবার সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ইরানের কূটনীতিকদের আলবেনিয়া ত্যাগের নির্দেশও দেওয়া হয়।
মূলত গত জুলাইয়ে আলবেনিয়ায় এক সাইবার হামলার ঘটনা ঘটে। দীর্ঘ তদন্তে সেই হামলার সঙ্গে ইরান জড়িত বলে প্রমাণ পায় আলবেনিয়া কর্তৃপক্ষ। এরপরই বুধবার ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় পূর্ব ইউরোপের এই দেশটি।
গণমাধ্যমের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা বুধবার বলেন, ‘সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তাৎক্ষণিকভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’