সব ফোনের জন্য ইউএসবি-সি চার্জার তৈরি হোক, চায় ইউরোপীয় কমিশন
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রস্তাবিত একটি নতুন নিয়ম অনুযায়ী, মোবাইল ফোন এবং ছোট আকারের ইলেকট্রনিক ডিভাইসে চার্জ দেওয়ার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একই ধরনের চার্জার তৈরি করতে বাধ্য করা হতে পারে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নতুন ডিভাইস কিনলেও পুরোনো চার্জার ব্যবহার করতে গ্রাহকদের উৎসাহিত করার মাধ্যমে বর্জ্য কমানো হলো এ ধরনের পদক্ষেপের মূল লক্ষ্য।
প্রস্তাবনায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিক্রি করা সব স্মার্টফোনের জন্য অবশ্যই ইউএসবি-সি চার্জার থাকতে হবে।
তবে, এ প্রস্তাবনার বিষয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে—এ ধরনের পদক্ষেপের মাধ্যমে উদ্ভাবনী সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।
স্মার্টফোনের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি নিজেদের আলাদা চার্জিং পোর্ট ব্যবহার করে থাকে। আইফোন সিরিজের ফোনগুলোতে চার্জ দেওয়ার জন্য অ্যাপলের তৈরি লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়ে থাকে।
বর্তমানে বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে একটি ইউএসবি মাইক্রো-বি চার্জিং পোর্ট থাকে। তবে, বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড ফোনেই ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহৃত হচ্ছে।
তবে, আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলে ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহৃত হচ্ছে। স্যামসাং ও হুয়াওয়ের মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা প্রতিষ্ঠানের হাই-এন্ড মডেলেও ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহৃত হয়।