সমকামবিরোধী নেতাদের হিটলারের সঙ্গে তুলনা করলেন পোপ

সমকামী, যাযাবর ও ইহুদিদের বিরুদ্ধে সরব রাজনৈতিক নেতারা তাঁকে হিটলারের কথা মনে করিয়ে দেন বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। গত শুক্রবার অপরাধ আইন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন পোপ।
পোপ বলেন, ‘ইহুদি, যাযাবর ও সমকামিতার চিন্তাভাবনাওয়ালা লোকজনের বিরুদ্ধে দেওয়া বক্তব্য তৎকালীন সময়ে (হিটলারের আমলে) যে ঘৃণা ও আবর্জনার সংস্কৃতি চর্চা হতো, তারই নামান্তর।’
লিখিত বক্তব্যের বাইরে গিয়ে পোপ বলেন, ‘স্বীকার করতে দ্বিধা নেই, কোনো নেতা যখন তার সরকারকে এ ধরনের কথা বলে, তখন আমার হিটলারের ১৯৩৪ ও ১৯৩৬ সালের বক্তব্যের কথা মনে হয়।’
তবে পোপ কোনো নেতার নাম উল্লেখ করেননি। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো সমকামিতাবিরোধী অবস্থান নিয়ে এবং সমকামীদের অশ্লীল ভাষায় আক্রমণ করেন। এক সাক্ষাৎকারে বলসেনারো বলেন, ‘আমার সমকামী ছেলে থাকার চেয়ে মরা ছেলে থাকা ভালো।’
এ ছাড়া বছরের মে মাসে ব্রুনেইর সুলতান হাসানাল বলখিয়া তাঁর দেশে সমকামিতা নিষিদ্ধ করে নতুন আইনে এর শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। জাতিসংঘও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
এ ছাড়া ইউরোপে অ্যান্টিসেমিটিজমের পুনর্জাগরণের সম্ভাবনাকেও নাকচ করে দেন খ্রিস্টধর্মের এই শীর্ষ ব্যক্তি। তবে নাৎসিবাদী প্রতীকের কাছাকাছি আকৃতির চিহ্নগুলো ইদানীং বেশি বেশি দেখা যাচ্ছে।
জার্মানিতে ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি পার্টির আমলে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয় এবং যাযাবর ও সমকামীদের নির্যাতনের ক্যাম্পে পাঠানো হতো।