‘সমলিঙ্গে বিয়ের কারণে করোনা’ মন্তব্যকারী যাজক করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
ইউক্রেনের রাজধানী কিভের বিখ্যাত অর্থোডক্স চার্চের প্রধান যাজক প্যাট্রিয়ার্ক ফিলারেট। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিভের বিখ্যাত অর্থোডক্স চার্চের প্রধান যাজক প্যাট্রিয়ার্ক ফিলারেট সমলিঙ্গে বিয়ের কারণেই করোনা ছড়িয়েছে বলে মন্তব্য করে আলোচনায় আসেন। এবার তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এক ফেসবুক পোস্টে চার্চের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে চার্চের পক্ষ থেকে বলা হয়, প্যাট্রিয়ার্ক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যারা তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্যাট্রিয়ার্ক।

বিবৃতিতে আরো বলা হয়, প্যাট্রিয়ার্কের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে। সবাই তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করবেন ঈশ্বর যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন।

এর আগে চলতি বছর মার্চ মাসে করোনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ৯১ বছর বয়সী এই যাজক। ইউক্রেনের একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা সংকটের জন্য মানুষ নিজেই দায়ী। মানবজাতির পাপের জন্যই তাদের শাস্তি দিচ্ছেন সৃষ্টিকর্তা। সমলিঙ্গে বিয়ের কারণেই করোনা ছড়িয়েছে।

সাক্ষাৎকারে প্যাট্রিয়ার্ক আরো বলেন, ‘মনুষের পাপের কারণেই এই শাস্তি দিয়েছেন ঈশ্বর। প্রথমেই আমি বলতে চাই সমলিঙ্গে বিয়ের কথা।‌’