সমস্যা বাম পায়ে, চিকিৎসক কাটলেন ডান পা

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

বাম পায়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ। পরিস্থিতি বিবেচনা করে সংক্রমিত পা অপসারণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু গোল বাঁধে অপারেশনের টেবিলে। ভুলক্রমে বাম পায়ের বদলে ওই রোগীর ডান পা অপসারণ করা হয়। আর মারাত্মক এই ভুলটি ধরা পরেছে ওই ঘটনার দুদিন পর।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মার্চে অস্ট্রিয়ার ফ্রিস্টাডট  শহরে এই ঘটনা ঘটে।

৮২ বছর বয়সী ওই রোগীর ভুল পা অপসারণের জন্য দেশটির আদালত ওই চিকিৎসককে ২৭শ ইউরো জরিমানা করেছে বলে উত্তরাঞ্চলীয় শহর লিঞ্জের ট্রাইব্যুনালের মুখপাত্র বুধবার জানিয়েছেন।

যদিও ৪৩ বছর বয়সী ওই চিকিৎসক এই ঘটনাকে ‘মানবিক ভুল’ বলে সাফাই গেয়েছেন। তবে বিচারক তার অবহেলায় এই ভুলের কারণে তাকে ২৭শ’ টাকা জরিমানা করেছে।

অবশ্য আদালতে এই মামলা ওঠার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হওয়ায় জরিমানার অর্থ তার বিধবা স্ত্রী পাবেন বলে জানা গেছে।

এই ঘটনার জন্য চিকিৎসক অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলকে দায়ী করেছেন তিনি। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন বলে জানা গেছে।