সমুদ্রসীমায় ঢোকার সময় ভারতীয় সাবমেরিনের পথ আটকানোর দাবি পাকিস্তানের
পাকিস্তানের সমুদ্রসীমায় ঢোকার সময় ভারতের একটি সামরিক সাবমেরিন চিহ্নিত করে সেটির পথ আটকানোর দাবি করেছে পাকিস্তানের নৌবাহিনী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী এমন দাবি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাতে (১৬ অক্টোবর) ওই ঘটনা ঘটে। ২০১৬ সাল থেকে পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের তৃতীয় ঘটনা এটি। ২০১৯ সালের মার্চে এ ধরনের দ্বিতীয় ঘটনাটি ঘটে।
পাকিস্তানের নৌবাহিনী ভারতের নৌযান শনাক্ত ও অনুপ্রবেশের চেষ্টা আটকাতে ‘সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দক্ষতার’ পরিচয় দিয়েছে বলে দাবি করা হয় পাকিস্তানি আইএসপিআররের বিবৃতিতে।
সমুদ্র আইন বিষয়ে জাতিসংঘের কনভেনশন অনুযায়ী, কোনো দেশের অনুমতি ছাড়া সেই দেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা উপকূলীয় অঞ্চল ব্যবহারের এখতিয়ার নেই।
পাকিস্তানের সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং ২০১৫ সালের তথ্য অনুযায়ী দেশটির সমুদ্রসীমা দুই লাখ ৯০ হাজার বর্গ কিলোমিটার।