সম্পত্তি নিয়ে বিবাদ, হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলেকে খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/14/india_dead.jpg)
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের ছেলেকে ঠান্ডা মাথায় খুন করেন বাবা। মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করার সিসিটিভি ফুটেজ এরই মধ্যে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।
অভিযুক্ত পিতার নাম বীরা রাজু। তার ৪০ বছর বয়সী ছেলে জালা রাজুকে এভাবে খুন করার পর তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির নিচে গাড়ি পার্কিংয়ের জায়গায় বসেছিলেন ছেলে। বাবা দাঁড়িয়ে ছিলেন ছেলের পেছনেই। তারপর হঠাৎ একটি হাতুড়ি দিয়ে ছেলের মাথায় আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিতে পড়েন ছেলে। এরপরও বাবা হাতুড়ি দিয়ে ছেলেকে বেশ কয়েকবার আঘাত করেন।
ঘটনা নিয়ে বিশাখাপত্তনম পশ্চিম থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সম্পত্তি নিয়ে উত্তপ্ত বাদানুবাদ হয় বাবা ও ছেলের মধ্যে। এরপরই হাতুড়ি দিয়ে ছেলেকে মেরে খুন করেন বাবা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যুর হয়। এই বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’