সরকারি হিসাবের তুলনায় ভারতে করোনায় মৃত্যু প্রায় ১০ গুণ বেশি : ডব্লিউএইচও

Looks like you've blocked notifications!
করোনা মহামারিতে ভারতে ৪৭ লাখের বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : রয়টার্স

করোনা মহামারিতে ভারতে ৪৭ লাখের বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির সরকারি হিসাবের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে, ভারত সরকার এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করে বলেছে—এটি ত্রুটিপূর্ণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে পাঁচ লাখের কিছু বেশি মানুষের। ডব্লিউএইচও নতুন হিসাব দেওয়ার পর, তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত সরকার।

ভারত সরকার বলছে, ডব্লিউএইচও’র প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। যদিও করোনায় প্রকৃত মৃত্যু নিয়ে করা অন্য গবেষণাগুলোতেও মোটামুটি একই তথ্য উঠে এসেছে।

২০২০ সালের নভেম্বরে ভারত সরকারের কাছে করোনায় মৃত্যুর সংখ্যা জানতে চায় ওয়ার্ল্ড মর্টালিটি ডেটাসেট। সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন ঘটনায় মারা যাওয়া মানুষের তালিকা তৈরি করে। কিন্তু, ওই সময় ভারতের কাছে তথ্য জানতে চাওয়া হলে দেশটির সরকারি পরিসংখ্যান অফিস গবেষকদের জানায়, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই।

২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে তালিকা তৈরির কাজ করেন এরিয়েল কারলিনস্কি। তিনি এসব তথ্য ডব্লিউএইচওকে সরবরাহ করেন।

ডব্লিউএইচওর গবেষণায় ব্যবহার করা পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘অতিরিক্ত মৃত্যু’। এ পদ্ধতিতে করোনা মহামারির আগে কোনো অঞ্চলের প্রত্যাশিত মৃত্যুর চেয়ে মহামারি শুরুর পর কী পরিমাণ বেশি মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হয়েছে। তবে, করোনায় আক্রান্ত হয়ে কী পরিমাণ মৃত্যু হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা কঠিন।