সহকর্মীদের গুলিতে ইসরায়েলি সেনা নিহত
দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে তুলকারম শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে তাদেরই এক সহকর্মী নিহত হয়েছেন। পশ্চিমতীরের উত্তর সেক্টরে ভুলবশত এই ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার রাতে পশ্চিমতীরের তুলকারম শহরের সিম জোন এলাকায় নাতান ফিতৌসি নামের ওই সেনা নিহত হয়েছেন। তবে কী কারণে ওই সেনাকে তারই সহকর্মীরা গুলি চালিয়েছেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
আহত সেনাকে দ্রুত কাফর সাবা শহরের মেইর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।