সাংবাদিকের প্রশ্নের জবাব না দিয়েই হাঁটা দিলেন ট্রাম্প (ভিডিও)

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে মহামারির শুরু থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সিএনএনের সাংবাদিকের প্রশ্নের জবাব না দিয়েই হোয়াইট হাউসে করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিং শেষ করলেন তিনি। এমনকি ওই সাংবাদিকের প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে তাৎক্ষণিকভাবে হাঁটা দেন ট্রাম্প।

করোনা রোগীদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে ট্রাম্পের করা টুইটের ব্যাপারে জানতে চেয়েছিলেন সাংবাদিক কাইলান কলিন্স।

নিজের করা টুইটে ট্রাম্প দাবি করেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন এখনো অনেক ইতিবাচক। সে ব্যাপারে প্রশ্ন করতেই ব্রিফিং সমাপ্ত না করেই স্থান ত্যাগ করেন ট্রাম্প।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিপক্ষে গিয়ে করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের ব্যবহারের পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প।

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে না কেন, এমন প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমি ওষুধটি ব্যবহারের কথা বলেছি বলেই এটাকে বাতিল করা হয়েছে।’

এর আগে করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে কথা বলে ভিডিও দেওয়ার কারণে ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের টুইটার অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এদিকে হাইড্রক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর কি না, তা নিয়ে কোনো প্রমাণ মেলেনি এখনো। হাইড্রক্সিক্লোরোকুইন হৃদরোগও তৈরি করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অনেক বিশেষজ্ঞ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টির বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।