সাফাই গেয়ে বিচারকের সামনেই মার্কিন তরুণের গাঁজা সেবন

গাঁজা বহনের দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক তরুণের (২০) কাণ্ডে গত সোমবার আদালতে এক বিব্রতকর ও হাস্যকর দৃশ্যের অবতারণা হয়। আদালতের কাছে গাঁজা সেবনের পক্ষে নিজের বক্তব্য তুলে ধরেন ওই তরুণ। কেবল তাই নয়, গাঁজা সেবন বৈধ করা উচিত বলেও বিচারককে জানান তিনি। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এরপর ওই তরুণ যে কাণ্ড ঘটান, তা ধরা পড়ে এজলাস কক্ষের সিসিটিভি ক্যামেরায়।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, স্পেনসার অ্যালান বস্টন নামের এক তরুণকে গাঁজা পরিবহনের দায়ে গত সোমবার টেনেসির উইলসন কাউন্টি আদালতে হাজির করা হয়। উইলসন কাউন্টি শেরিফ বা পুলিশ দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট স্কট মুর জানান, বিচারক হেউড ব্যারিকে ওই তরুণ বলছিলেন, গাঁজা সেবন বৈধ করা উচিত।
এজলাস কক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যায় এর পরের ঘটনা। ভিডিওতে দেখা যায়, বস্টন তাঁর পরনের জ্যাকেটের পকেট হাতড়ে কী যেন বের করার চেষ্টা করছেন। এরপর পকেট থেকে গাঁজা বের করে সেবন করা শুরু করেন।
দ্রুত বস্টনকে নিবৃত্ত করার চেষ্টা করেন উপস্থিত এক নিরাপত্তারক্ষী। এরপর বস্টনকে কারাগারে পাঠানো হয়।
এমন ঘটনা দেখে রীতিমতো হতভম্ব উইলসন কাউন্টি শেরিফের মুখপাত্র লেফটেন্যান্ট স্কট মুর। তিনি বলেন, ‘২০ বছর ধরে এখানে কাজ করছি। এমন ঘটনা এই প্রথম দেখলাম।’
এদিকে আদালতে এমন কাণ্ড ঘটানোয় বস্টনের সাজা বেড়েছে বলে জানান স্কট মুর। গাঁজা বহন, সেবনসহ অসংলগ্ন আচরণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তিন হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে তাঁকে। এ ছাড়া আদালত অবমাননার দায়ে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক ব্যারি।