সাবমেরিন থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
নতুন এক ধরনের ক্রুজ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সাবমেরিন থেকে প্রথমবারের মতো এ পরীক্ষা চালানো হয়। গতকাল সোমবার রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি ও সিএনএনের।
সর্বশেষ এই অস্ত্র পরীক্ষাকে ‘অজেয়’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্রের উন্নয়নের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেছে যে, পাশ্চাত্যের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার এ সময়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অস্ত্র প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে।
হাইপারসনিক শব্দের গতির পাঁচগুণের বেশি গতিতে ধাবমান হতে পারে এবং মিড-ফ্লাইটে এর গতিবিধি চাতুর্যপূর্ণ। তাদের ট্র্যাক করা এবং আটকানো অনেক কঠিন।
দেশটির সামরিক বাহিনী গতকাল সোমবার বলেছে, তারা সেভেরোডভিনস্ক পারমাণবিক সাবমেরিন থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাশিয়ার আর্কটিকের বারেন্টস সাগরে একটি পরীক্ষার লক্ষ্যে আঘাত হেনেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল বলে বিবেচিত হয়েছে।
মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের অগ্নিশিখা দেখাতে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে রাতের আকাশ আলোকিত হতে দেখা গেছে।