সাবেক প্রেমিকাকে নির্মমভাবে খুন করলেন চিকিৎসক
ভারতের রাজধানী দিল্লির শিবপুরীর বাসিন্দা যোগীতা গৌতম আগ্রার এস এন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছিলেন। আর সেখানেই তাঁকে খুন করা হলো কুপিয়ে। যোগীতার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ কাঠের তক্তার নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। এরপর তাঁর মুখ ক্ষতবিক্ষত করে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বুধবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যোগীতাকে। বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তাঁর মরদেহ। এ ঘটনায় যোগীতার সহকর্মী ও সিনিয়র ডাক্তার বিবেক তিওয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে বিবেক যোগীতাকে খুনের কথা স্বীকার করেছেন।
জানা গেছে, প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। সম্প্রতি সে সম্পর্কে চিড় ধরে। ফলে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠে বিবেক। ওইদিন বিবেক যোগীতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেদিনই তাঁদের মধ্যে ঝগড়া হয়। পুলিশের কাছে বিবেক বলেন, ‘ঝগড়ার পরই আমি ওকে টেনে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে কোপাই। কাঠের একাধিক তক্তার নিচে ওর দেহ ফেলে দিই।’
তবে ময়নাতদন্তের রিপোর্টে যোগীতার দেহে তিনটি গুলিও পাওয়া গেছে। একটি গুলি মাথায় ও দুটি বুকে লেগেছিল।