সাময়িক বিরতির পর সুদানে আবার লড়াই শুরু

Looks like you've blocked notifications!
সুদানে গত কয়েকদিন ধরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই চলছে। ছবি : রয়টার্স

সুদানে আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতার পর অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই আবার সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে। আবার গোলাগুলির শব্দ শোনা যায় খার্তুমে। সেনা ও আধাসামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই লড়াই মানবিক বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।

জাতিসংঘের মুখপাত্র জানান, এর ফলে সুদানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তিনজন কর্মী মারা যাওয়ার পর তারা সুদানে তাদের কাজ বন্ধ রেখেছে। এই সংঘাতের ফলে অন্তত ১৮৫ জন মারা গেছেন।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং অবিলম্বে অস্ত্রবিরতি করতে বলেছেন।

তারপর সেনাবাহিনীর মুখপাত্র খালেদ আল আকিদা জানান, তারা অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নিচ্ছেন। আধা সামরিক বাহিনীর কমান্ডারের পরামর্শদাতা মুসু খাদ্দাম আলজাজিরাকে জানান, খার্তুমে তাদের বাহিনী অস্ত্রবিরতি মেনে চলবে।

খার্তুমে বিমান হামলা হচ্ছে, কামান থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি চলানো হচ্ছে। ফলে বাসিন্দা ও বিদেশিরা বাড়ির বাইরে যেতে পারছেন না।