সিনেটে অভিশংসনের বিচার শুরুর আগে সরে দাঁড়ালেন ট্রাম্পের পাঁচ আইনজীবী
সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের প্রক্রিয়া দেশটির আইনসভার উচ্চকক্ষ সিনেটে শুরু হওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন ট্রাম্পের পক্ষের পাঁচ আইনজীবী। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দ্বিতীয়বারের অভিশংসন প্রক্রিয়া নাটকীয় মোড় নিয়েছে। ট্রাম্পকে তাঁর পক্ষে লড়ার মতো আইনজীবী খুঁজতে রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে।
সিএনএন জানিয়েছে, ট্রাম্পের আইনজীবী দলের মধ্যে বুচ বাওয়ারস ও ডেবোরাহ বারবিয়ার সরে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে বাওয়ারস আইনজীবী দলটি গঠন করেছিলেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁরা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এই দলে নতুন যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও দলটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সাউথ ক্যারোলাইনার দুই আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও দলটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সিএনএন বলছে, ট্রাম্প চেয়েছিলেন তাঁর আইনজীবীরা যেন মার্কিন নির্বাচনে ‘জালিয়াতি’র প্রসঙ্গ বারবার তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন। কিন্তু কীভাবে ব্যাপারটি এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে ট্রাম্পের কোনো সহযোগিতা পাননি ওই আইনজীবীরা। এ ছাড়া আইনজীবীদের কোনো অগ্রিম ফি দেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কোনো চিঠিও স্বাক্ষর করা হয়নি।
এদিকে, সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের প্রক্রিয়া হবে আগামী ৮ ফেব্রুয়ারি। সিনেটে সেই প্রস্তাব নিয়ে আলোচনার আগে গত মঙ্গলবার ভোটাভুটি হয়। ভোট নেওয়া হয় অভিশংসনের বিচার বা ইমপিচমেন্ট ট্রায়াল বাতিল করা হবে কি না, তা জানার জন্য। সেখানে দেখা যায়, ৪৫ জন রিপাবলিকান সিনেটর ইমপিচমেন্ট ট্রায়াল বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। এবং ৫০ জন ডেমোক্র্যাট এবং পাঁচজন রিপাবলিকান সিনেটর ইমপিচমেন্ট ট্রায়ালের পক্ষে ভোট দেন। যে কারণে সিনেটে ইমপিচমেন্ট ট্রায়াল বাতিল নিয়ে রিপাবলিকানেরা যে প্রস্তাব এনেছিল, তা ৫৫-৪৫ ভোটে খারিজ হয়ে যায়।
কিন্তু ভোটাভুটির ফল থেকে বোঝা যাচ্ছে, সিনেটে এবারও ট্রাম্পকে অভিশংসনের বিচারে দোষী সাব্যস্ত করা কঠিন হবে। কারণ, মার্কিন সংবিধান অনুযায়ী, সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোট পেলেই কেবল সিনেটে প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা যাবে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। কিন্তু, অভিশংসন থেকে ট্রাম্পকে অব্যাহতি দেয় রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, দ্বিতীয়বারের মতো ট্রাম্পের অভিসংশনের বিচারের পক্ষে পাঁচজন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছেন। কিন্তু, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে ১৭ জন রিপাবলিকান সিনেটরের ভোট লাগবে।