সুদানের দারফুরে গোত্রীয় সংঘাতে ৪৮ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
সুদানের দারফুর অঞ্চলে গোত্রীয় সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে গোত্রীয় সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

রোববার সুদান নিউজ এজেন্সি জানায়, পশ্চিম দারফুর প্রদেশের আল-জেনেইনায় সশস্ত্র হামলায় গতকাল শনিবার ৪৮ জন মারা গেছে এবং আহত হয়েছে ৯৭ জন।

আরব নোমাডস গোত্রের ওপর মাসালিত গোত্রের হামলা চালানোর মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়। দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশন সমাপ্তি ঘোষণার দুই সপ্তাহে পর এ ঘটনা ঘটল।

সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত হলে এ সংঘাত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরবাড়িসহ কয়েকটি ভবন পুড়িয়ে দেওয়া হয়।

জাতিসংঘ সূত্র মতে, ২০০৩ সাল থেকে রক্তক্ষয়ী সংঘাতের অঞ্চল হয়ে উঠে দারফুর। যেখানে তিন লাখের মতো মানুষ মারা যায় এবং ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।