সুদানের সাবেক প্রেসিডেন্টের বিচার শুরু, হতে পারে মৃত্যুদণ্ড
সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিচার আজ মঙ্গলবার রাজধানী খার্তুমে শুরু হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যদি দোষী প্রমাণিত হন, এই অভিযোগে তার মৃত্যুদণ্ড হতে পারে।
৭৬ বছর বয়সী ওমর আল বশির প্রায় ৩০ বছর সুদানের ক্ষমতায় ছিলেন। গত বছর দেশটিতে গণআন্দোলনের মুখে তার পতন ঘটে।
ক্ষমতাচ্যুতির পর ওমর আল-বশিরকে আর্থিক অনিয়মের দায়ে করা এক মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন খার্তুমের একটি আদালত।
মামলায় ক্ষমতাচ্যুতির পর গ্রেপ্তারের সময় তার ঘর থেকে পাওয়া ১৩ কোটি মার্কিন ডলার (এক হাজার ১০৪ কোটি টাকা) সমমূল্যের সুদানি পাউন্ড ও ইউরোর উৎস বিষয়ে অভিযোগ করা হয়েছিল।
গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে রাখা হয়েছে।
২০১৮ সালের ডিসেম্বরে অর্থনৈতিক সংস্কার ও গণতন্ত্রের দাবিতে সুদানে বিক্ষোভ শুরু হয়। অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সেনাবাহিনী ২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে।