সুদান ছাড়তে পোর্ট সুদানে পৌঁছেছে ৬৭৫ বাংলাদেশি
সংকটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ মে) এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’
শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু ও অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাব। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।’
দুই দিন আগে খার্তুম থেকে বাসে করে ৬৫০ জন বাংলাদেশি পোর্ট সুদানের উদ্দেশে রওনা হন। তারা লোহিত সাগর পার হওয়ার জন্য পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দর পর্যন্ত ১২ ঘণ্টার যাত্রা করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান, কারণ তাদের অনেকে জীবনের ঝুঁকি নিচ্ছেন। যারা কর্মকর্তাদের নির্দেশনা মানতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন তিনি।
শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে বলেন, ‘কয়েকজনের জন্য সবার জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না। যেসব বাংলাদেশির পাসপোর্ট আছে, তাদের অবিলম্বে জাহাজে নেওয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে। যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং তারা পরবর্তীতে জাহাজ পাবেন।’