সুপ্রিম কোর্টের রায়ে পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল

Looks like you've blocked notifications!
পাকিস্তানের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী ইরমান খানের পরামর্শ মেনে প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা দেন।

আগামী শনিবার জাতীয় পরিষদে অধিবেশন বসবে। সেখানে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো টিভি ও ডনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

রায়ে আদালত বলেন, ‘প্রেসিডেন্টকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়ার অধিকার প্রধানমন্ত্রীর নেই। আজ পর্যন্ত নেওয়া সব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।’

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এর আগে বলেছিলেন যে জাতীয় স্বার্থ এবং বাস্তবতা দেখেই আদালত এগিয়ে যাবেন।

বিচারপতি বন্দিয়ালের নেতৃত্বে এবং বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ মামলাটির শুনানি করছেন।

ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ডেপুটি স্পিকারের খারিজ করার বৈধতা নিয়ে গতকাল বুধবার রাতে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল।