সূর্য ডোবার পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন হাজিরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/08/labbaik-0.jpg)
খুতবা শেষে যোহর ও আছরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজিরা। মাগরিব পর্যন্ত সেখানে অবস্থানের পাশাপাশি তাওবা-ইসতেগফার ও দোয়ায় মশগুল রয়েছেন তাঁরা। কেননা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন। সূর্য ডোবার পরপর মাগরিব না পরেই মুজদালিফার উদ্দেশে তালবিয়া (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক...) পাঠ করতে করতে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। মুজদালিফায় পৌঁছে এক আজান ও আলাদা আলাদা ইক্বামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তাঁরা।
মুজদালিফা পৌঁছানো পর্যন্ত হাজিদের করণীয়
সূর্য ডোবা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা। তবে কেউ যদি সূর্য ডোবার আগে আরাফাতের ময়দান থেকে বের হয়ে যায়, তবে তার কর্তব্য হলো তিনি পুনরায় আরাফাতের ময়দানে ফিরে আসবেন এবং সূর্য ডোবার পর আরাফাতের ময়দান ত্যাগ করবেন। ফিরে না আসলে ওই ব্যক্তি জন্য দম বা কোরবানি আবশ্যক হয়ে যাবে।
আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে বেশি বেশি তাওবা-ইসতেগফার ও দোয়া করা।
সূর্য ডোবার পরপরই মাগরিব না পরেই মুজদালিফার উদ্দেশ্যে তালবিয়া পড়তে পড়তে আরাফাতের ময়দান ত্যাগ করা।
আরাফাতের ময়দান ত্যাগ করার সময় মুজদালিফায় না পৌছে রাস্তায় মাগরিবের নামাজ পড়া যাবে না। মুজদালিফায় পৌঁছে এক আজান ও আলাদা আলাদা ইক্বামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করা।
যদি কেউ আরাফাতের ময়দান কিংবা পথে মাগরিবের নামাজ আদায় করে তবে ওই ব্যক্তির জন্য মুজদালিফায় গিয়ে পুনরায় মাগরিবের নামাজ আদায় করা ওয়াজিব।