সেপ্টেম্বরে নির্বাচন চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

Looks like you've blocked notifications!

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আগামী সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের লক্ষ্য বিদেশে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর দেশের জনগণের কাছে কেমন জনপ্রিয় তা যাচাই করে দেখা।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য-বামপন্থী এ নেতা মঙ্গলবার ঘোষণা দেন যে আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটের সর্বশেষ সম্ভাব্য তারিখের দুই মাস আগে তিনি এ নির্বাচনের ঘোষণা দিলেন। তখন তিনি তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা চালাবেন।

জেসিন্ডা বলেন, ‘আমি নিউজিল্যান্ডের দীর্ঘমেয়াদি বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ে আমার নেতৃত্ব, সরকারের চলতি গতিপথ, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ব্যাপারে সমর্থন অব্যাহত রাখতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছি।’

৩৯ বছর বয়সী এ নেত্রী তাঁর প্রথম মেয়াদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করায় তিনি বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন।