সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিক নিহত, আল-শাবাবের দায় স্বীকার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/21/somalia-journalist.jpg)
সোমালিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ। ছবি : সংগৃহীত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় দেশটির রেডিও মোগাদিসু’র জ্যেষ্ঠ সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার দুপুরের পর মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হয়েই বোমা হামলার শিকার হন সাংবাদিক আবদিআজিজ। ঘটনাস্থলের পাশে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সাংবাদিক আবদিআজিজ আল-শাবাবের কট্টর সমালোচক ছিলেন। সম্প্রতি আল-শাবাবের হাতে বন্দি হওয়া লোকজনের সাক্ষাৎকার নিয়ে আলোচনায় আসেন তিনি। ‘আবদিআজিজ আফ্রিকা’ নামেও পরিচিত সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/11/21/somalia-journalist-insert.jpg 687w)
নিহত সাংবাদিক আবদিআজিজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবল।