সোলেইমানির দাফনে বিলম্ব

Looks like you've blocked notifications!

মার্কিন হামলায় নিহত বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির দাফন কাজে বিলম্ব হচ্ছে। মঙ্গলবার সকালে সোলেইমানির মরদেহ নিজ শহর কেরমানে নিয়ে যাওয়া হলে সেখানে হাজার হাজার শোকার্ত মানুষ রাস্তায় নেমে আসে। আর অতিমাত্রায় ভীরের কারণে তাঁর লাশবাহী গাড়ি সামনে এগোতে সমস্যা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, শোকার্ত মানুষের চাপে জেনারেল সোলেইমানির দাফন অনুষ্ঠান আপতত স্থগিত করা হয়েছে। এ সময় অতিমাত্রায় ভীরের কারণে  শোক মিছিলে পদদলিত হয়ে কেরমানে অন্তত ৩৫ ইরানির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই সোলেইমানির নিজ শহরে হাজার হাজার শোকার্ত মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। এছাড়া তেহরান, কুয়াম, মাশহাদ ও আহভাজ শহরেও মানুষের ঢল নেমেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা গেছে, লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তাঁদের পরনে ছিল শোকের কালো পোশাক।

ইরনার খবরে বলা হয়, সোলেইমানির মরদেহ বহনকারী গাড়ি ভিড়ের কারণে সহজে সামনের দিকে এগোতে পারছে না। শোকার্ত জনতা খুব কাছ থেকে তাঁদের বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।

সোলেইমানিকে বহনকারী গাড়ীতে একবার হাত বুলিয়ে দিতে পারাকে পরম সৌভাগ্য বলে মনে করছেন অনেকে। এ কারণে গাড়ির সামনে পেছনে শুধুই মানুষ।