সোলেইমানির নিহতের ঘটনায় ঊর্ধ্বমুখী তেলের বিশ্ববাজার

Looks like you've blocked notifications!

ইরাকে মার্কিন বাহিনীর হাতে ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার জেরে শুক্রবার তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। সেইসঙ্গে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন দেখা দিয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের শেয়ারবাজার নিম্ন সূচক নিয়ে দিন শুরু করে। সেইসঙ্গে হংকংয়েও হ্রাস পায়। সাংহাইয়ে কিছুটা পরিবর্তন এসেছে। আর জাপানের বাজার ছিল বন্ধ।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের এলিট বাহিনী ‘কুদস ফোর্স’ প্রধান জেনারেল কাসেম সোলেইমানি বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মাঝে ভূরাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সোলেইমানি হত্যার জবাব ইরান কীভাবে দেবে, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে অতীতে দেখা গেছে, তেহরান তেলের জাহাজ জব্দ ও মার্কিন সামরিক বাহিনীর ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটিয়েছে।

শুক্রবার লন্ডনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম ব্যারেলপ্রতি ২.১০ ডলার বেড়ে ৬৮.৩৬ ডলারে উঠে যায়। তবে একপর্যায়ে দাম বৃদ্ধি পেয়েছিল প্রায় তিন ডলার।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১.৭৯ ডলার বেড়ে ৬২.৯৭ ডলার হয়েছে।

তেল উৎপাদনকারী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে তেলের দাম বেড়েছে এবং তাইওয়ানে কিছুটা পরিবর্তন এসেছে। শেয়ারবাজারে দিনের শুরুতে লন্ডনের এফটিএসই সূচক ০.৫ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক ০.৯ শতাংশ ও ফ্রান্সের সিইসি সূচক ০.৫ শতাংশ কমে যায়।

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ও ডোও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ হ্রাস পায় ০.৮ শতাংশ।

এশিয়াতে হংকং ০.৩ শতাংশ, সাংহাই ১.৫, ভারত ০.৫ শতাংশ সূচক হারিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ায় ১ পয়েন্ট ও অস্ট্রেলিয়ায় ০.৬ শতাংশ সূচক বেড়েছে।