সৌদিতে যুবরাজ সালমান ও পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু
গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইউয়্যাভ গ্যালান্ট ইসরায়েলি আর্মি রেডিওকে এই সফর ও বৈঠকের সত্যতা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
শিক্ষামন্ত্রী ইউয়্যাভ গ্যালান্ট বলেন, ‘সত্য হচ্ছে বৈঠক হয়েছে, পরে জানাজানি হয়ে গিয়েছে, যদিও গুরুত্ব বিবেচনায় তা অর্ধ-আনুষ্ঠানিকই রয়েছে।’
ইসরায়েলি দৈনিক হারেৎজ গতকাল সোমবার জানায়, গোপনে সৌদি আরব সফর করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে তেল আবিব থেকে সৌদি আরবের তাবুক প্রদেশের নিওম শহরে পৌঁছান নেতানিয়াহু। পাঁচ ঘণ্টা পরে সেই জেট বিমান আবার ফেরত এসেছে।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ গোপন ফ্লাইটের খবর ফাঁসের নিন্দা জানিয়েছেন। এক বক্তব্যে তিনি একে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেন।
তবে এ নিয়ে জানতে চাওয়া হলে কৌশলী জবাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের দল লিকুদ পার্টির এক সভায় নেতানিয়াহু বলেন, ‘বন্ধুরা, দায়িত্ব পালনকালে কখনোই আমি এসব বিষয় নিয়ে মন্তব্য করিনি এবং এখন সেটা শুরু করতেও যাচ্ছি না।’
সৌদি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবরে বলা হয়। পম্পেওর মুখপাত্র এ নিয়ে কথা বলতে রাজি হননি।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজপুত্র ফয়সাল বিন ফারহান আল সউদও এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন।
বিশ্লেষকরা বলছেন, এ খবর সত্য হলে এটি হবে ঐতিহাসিকভাবে বৈরি দেশ দুটির মধ্যে প্রথম কোনো বৈঠক যার খবর প্রকাশ্যে এলো। একই সঙ্গে এটি প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরও।