সৌদিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন
সৌদি আরবের তেল স্থাপনা আরামকোসহ দেশটির একাধিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আলআরাবি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশে অবস্থিত আরামকো তেল স্থাপনাসহ আবহা ও জিজান বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে হুতিরা।
শিয়াপন্থি হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহইয়া সারিয়াহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইয়েমেনের মাটিতে বিমান হামলার জবাবে সৌদি আরবে এই অভিযান চালানো হয়েছে।
তবে হামলার তারিখ কিংবা হতাহতের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি ইয়াহইয়া সারিয়াহ। যদিও সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের তীরবর্তী সৌদির জিজান শহরে অবস্থিত আরামকোর স্থাপনাকে এবার নিশানা করা হয়েছিল। তা ছাড়া খামিস মাশিত সামরিক ঘাঁটি, জিজান ও আবহা বিমানবন্দরসহ ইয়েমেন সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থাপনায় ড্রোন ও রকেট হামলা চালানো হয়।