সৌদির সঙ্গে আলোচনা ‘সঠিক পথে’ এগোচ্ছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা সঠিক পথে আছে কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে আরও সময় লাগবে।

বিরোধ মেটাতে সৌদি আরব ও ইরান বেশ কয়েকটি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর ফ্রান্স২৪-এর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের এখনো আরও সংলাপ প্রয়োজন।’

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বর্তমানে লেবাননে অবস্থান করছেন। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রিয়াদের সঙ্গে আমাদের আলোচনা মধ্যপ্রাচ্যের স্বার্থে। এই অঞ্চলে সৌদি আরব ও ইরান দুটি গুরুত্বপূর্ণ দেশ যারা অঞ্চলের স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

এ সময় তিনি জানান, সৌদি আরবের সঙ্গে তাঁর দেশ বেশ কয়েকটি বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে কোন কোন বিষয়ে তাঁরা মীমাংসায় পৌঁছেছেন সেট বিস্তারিত জানাননি তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই পক্ষই উপযুক্ত সময়ে এই চুক্তিগুলো ঘোষণা করবে। আমরা আলোচনার ধারাবাহিকতা এবং উভয় পক্ষ ও অঞ্চলকে উপকৃত করে এমন ফলাফলকে স্বাগত জানাই।’

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরি সম্পর্ক চলে আসছে। সম্প্রতি খবর বের হয়েছে, সম্পর্ক জোড়া লাগাতে দেশ দুটি চার দফা গোপন বৈঠক করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও নিশ্চিত করেছেন, গত মাসে ইরানের সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে।

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি সৌদি আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরস্পরবিরোধী সংঘাতে জড়িত। ২০১৬ সালে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।