সৌদি প্রিন্স বন্দর বিন সাদ মারা গেছেন
সৌদি আরবের প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আবদুল আজিজ মারা গেছেন। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
তবে কীভাবে প্রিন্স মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, রয়েল কোর্ট ঘোষণা করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ সোমবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিন্স বন্দর ছিলেন ক্ষমতাসীন সৌদি রাজপরিবারের প্রথম প্রজন্মের সদস্য। মরহুম প্রিন্স ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন ফয়সাল আল সৌদের ভাই প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন ফয়সাল আল সৌদের ছেলে।