সৌদি বিমানবন্দর ও বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হুতিদের

Looks like you've blocked notifications!
সৌদি আরবের আভা বিমানবন্দর ও দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িতে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা। প্রতীকী ছবি

সৌদি আরবের আভা বিমানবন্দর ও দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িতে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী।

সোমবার সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোর উদ্দেশে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক টুইটার পোস্টে জানিয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের। 

‘(সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর) আগ্রাসনের অপরাধগুলো ও তাদের অব্যাহত অবরোধের জবাব দেওয়া আমাদের বৈধ অধিকার আর এই হামলা তারই অংশ,’ পোস্টে বলেছেন সারেয়া। 

ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আভা বিমানবন্দরে আগেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার সকালে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা খামিস মুশায়িতের দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সালে ইয়েমেনে ‘ইরানি সমর্থনপুষ্ট’ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর ছয় বছর পার হলেও ইয়েমেন যুদ্ধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি সৌদি জোট।