স্যাটেলাইট ছবিতে মারিউপোলের কাছে সম্ভাব্য গণকবরের সন্ধান

Looks like you've blocked notifications!
মারিউপোলের যুদ্ধবিধ্বস্ত ভবন। ছবি : রয়টার্স

সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট ছবির ভিত্তিতে ইউক্রেনের মারিউপোল শহরের কাছে গণকবর রয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার স্যাটেলাইট ইমেজ প্রদানকারী ম্যাক্সার টেকনোলজিস এ ছবিগুলো প্রকাশ করে।

বার্তা সংস্থা এপির বরাতে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা রাশিয়াকে অভিযুক্ত করে বলেছেন, বন্দরনগরী মারিউপোল অবরোধের সময়কার মৃত্যু লুকানোর জন্য গণকবরে প্রায় নয় হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের কবর দেওয়া হয়েছে।

স্যাটেলাইট ছবিগুলোতে মারিউপোলের কাছে ২০০টির বেশি গণকবর দেখানো হয়েছে। ছবিতে মারিউপোলের বাইরে মানহুশ শহরে কবরের দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে, মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো রুশ সামরিক বাহিনীকে অভিযুক্ত করে বলেছেন, শহর থেকে বেসামরিক লোকদের লাশ নিয়ে মানহুশে দাফন করে রাশিয়া তাদের ‘সামরিক অপরাধ’ লুকিয়ে রেখেছে।

মারিউপোল সিটি কাউন্সিল গতকাল বৃহস্পতিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে বলেছে, গণকবরে নয় হাজারের মতো লাশ থাকতে পারে।